
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূণ্য করতে বৃদ্ধা মা-কে বাড়িতে তালাবন্ধ করে দিয়ে মহাকুম্ভে রওনা দিয়েছেন ছেলে ও ছেলের বউ। দু'দিন পার হতেই হইহই কাণ্ড। খিদের জ্বালা আর সইতে পারেননি বৃদ্ধা। শেষমেষ চিৎকার করতে শুরু করেন। যা প্রতিবেশীদের কানে পৌঁছলে বৃদ্ধার মেয়েকে খবর দেওয়া হয়। শেষ অবধি পুলিসের হস্তক্ষেপে তালা খুলে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। এ যাত্রায় প্রাণে বেঁচে যান বৃদ্ধা। এই ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার।
গত সোমবার ৬৫ বছরের বৃদ্ধা সঞ্জু দেবীকে আগামী কয়েকদিনের জন্য খাবার, জল দিয়ে বাড়ি তালাবন্ধ করে তাঁর ছেলে অখিলেশ প্রজাপতি সপরিবারে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু, বুধবার সকাল থেকেই পাড়ায় অন্য ছবি। প্রতিবেশীরা শুনতে পান অখিলেশদের বাড়ির মধ্যে থেকে বৃদ্ধা চিৎকার করে চলেছেন। তাঁকে বাঁচাতে শেষপর্যন্ত বাড়ির দরজার তালা ভাঙা হয়। দরজা খুলতেই নজরে পড়ে মর্মান্তিক দৃশ্য।
প্রতিবেসীরা দেখেন, খিদের জ্বালায় প্রায় পাগল হয়ে গিয়েছেন বৃদ্ধা। কার্যত তিন দিন ধরে, বৃদ্ধা মহিলা ভাত এবং জলের উপর নির্ভর করে বেঁচে ছিলেন। ক্ষুধা ও যন্ত্রণায় চিৎকার করে চলেছিলেন তিনি। ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছিলেন। এমনকি, বৃদ্ধা বেঁচে থাকার জন্য প্লাস্টিক খাওয়ারও চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে প্রতিবেশীরা দ্রুত সঞ্জু দেবীকে খাবার খেতে দেন।
খবর দেওয়া হয়, বৃদ্ধার মেয়ে চাঁদনী দেবী-কে। সে তাঁর মামা মনসা মাহাতোর সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশই সঞ্জু দেবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ফোনে বৃদ্ধার গুণধর ছেলের সঙ্গে যোগাযোগ করলে, অখিলেশ প্রজাপতি নিজের কীর্তির পক্ষে সাফাই দিতে থাকেন। জানান যে, সোমবার সকাল ১১টায় তিনি এবং তার পরিবার তাঁর মাকে ভাত এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র-সহ খাবার দেওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি দাবি করেন যে তাঁর মা-ই তাঁদের কুম্ভমেলায় যাওয়ার জন্য বলেছিলেন। তিনি আরও বলেন যে, মা অসুস্থ ছিলেন বলেই তাঁকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়নি।
রামগড় থানার আইসি কৃষ্ণ কুমার নিশ্চিত করেছেন যে, পুলিশ বৃদ্ধা মহিলার বাড়িতে আটকে থাখার তথ্য পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রামগড়ের পুলিশ সুপারঅজয় কুমার এই ঘটনার নিন্দা করেছেন। অখিলেশের কাজকে "সম্পূর্ণ অমানবিক" বলে অভিহিত করেছেন এবং অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ইতিমধ্যেই, সঞ্জু দেবীর মেয়ে চাঁদনী দেবী তাঁর মাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভাই কুম্ভমেলায় যাওয়ার আগে মা-কে ঘরে আটকে রাখার পরিবর্তে যদি তাঁর কাছে রেখে যেত, তাহলে ভালো দেখাতো।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের